/ Celebrity: News /

ঊর্মিলা বলিউডে ফিরছেন

ঊর্মিলা বলিউডে ফিরছেন
Hebiro Stuff on June 5, 2017 - 10:17 am » CATEGORY: Celebrity: News

ঊর্মিলা মাতন্ডকার হঠাৎ করেই যেন গণমাধ্যম থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন। হিন্দি ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল সতীশ কৌশিকের ‘কর্জ’ ছবিতে এবং তা-ও সেটি ২০০৮ সালের কথা। এই অভিনেত্রী দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন। অভিনয় দিয়ে নয়, ইরফান খানের ‘রাইতা’ সিনেমায় একটি বিশেষ গানে দেখা যাবে তাঁকে।

‘রাইতা’ ছবির পরিচালক অভিনয় দেও তাঁর ছবিতে ঊর্মিলা মাতন্ডকারকে পেয়ে যারপরনাই খুশি তার কারণ, কাজ বাছাইয়ের ব্যাপারে এ অভিনেত্রীর খুঁতখুঁতে স্বভাবের কথা কমবেশি সবাই জানেন। তিনি অনেক দিন পর এই ছবির গানে কাজ করতে রাজি হয়েছেন, এতেই নির্মাতা আনন্দিত আর তাঁর দুর্দান্ত নাচের কথা নিশ্চয়ই ভক্তরা ভুলে যাননি।

অভিনয় জানান, ‘ছবির এই গানটির জন্য আমরা এমন একজনকে খুঁজছিলাম, যিনি খুব ভালো পারফরমার ও একই সঙ্গে জনপ্রিয়। আমাদের পছন্দের সঙ্গে ঊর্মিলা একেবারে মিলে গেছে।’

রজিত দেব এই গানের কোরিওগ্রাফি করবেন। ছবির শুটিং শুরু হওয়ার কথা জুলাই মাসে আর এই বিশেষ গানের শুটিং করতে প্রায় সাত দিন লেগে যাবে বলেও জানান পরিচালক। কমেডি ঘরানার এই ছবিতে ইরফানের বিপরীতে দেখা যাবে কৃতী কুলহারিকে।

179 views

0 POST COMMENT

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *

5 × three =